গাড়ি সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য বিস্তারিত লেখাতে টাচ করুন। ইমারজেন্সি টাকা প্রয়োজন, সত্যিকারের ক্রেতা হলে নক করুন। গাড়ি যেহেতু আমার নামে তাই যেকোন সময় মালিকানা পরিবর্তন করা যাবে। এটি কোরিয়ান কিয়া (KIA) ব্র্যান্ড এর গাড়ি। গাড়িতে টোয়োটা ১৩০০ সিসি ভিভিটিআই ইঞ্জিন লাগানো হয়েছে। ইঞ্জিন নাম্বার BRTA থেকে আপডেট করা হয়েছে। রাউন্ড সিলিন্ডার দিয়ে LPG করা হয়েছে। অটো গিয়ার ব্যাটারি একদম নতুন ট্যাক্স টোকেন ২০২৪ এর মে মাস পর্যন্ত আপডেট। যেহেতু টয়োটা ইঞ্জিন লাগানো হয়েছে সেহেতু সকল পার্টস এভেইলেবল। গাড়িটি প্রায় দুই বছর আগে কালার করা হয়েছে হালকা কিছু স্ক্র্যাচ আছে টায়ারগুলু ভাল আছে ব্যাক কেমেরা এবং মনিটর লাগানো আছে সেন্ট্রাল লক/রিমোট লক আছে। সামনে পিছনের ব্রেক শো ব্রেক প্যাড নতুন লাগানো হয়েছে৷ পিছনের বাম সাইডের টেইল লাইট ভাংগা আছে। নতুন এক জোড়া হেড লাইট সেট আছে যার দাম ২২০০০ টাকা। চাইলে এগুলোও নিতে পারবেন। প্রায় ৬০ হাজার টাকা খরচ করে সামনে পিছনের সাসপেনশন সিস্টেম এবং এসি কাজ করা হয়েছে। অনেকগুলু পার্টস চেঞ্জ করে নতুন লাগানো হয়েছে। গাড়িটি একান্ত ব্যক্তিগত কাজে ব্যবহৃত, মাসে ৮-১০ দিন ইউজ হয় এমন। সকল অপশন অটো, সামনে, পিছে, সাইডের গ্লাসগুলু অরিজিনাল আছে। ভিতরে বাহিরের কন্ডিশন একদম ফ্রেশ আছে। এসি অডিও সবকিছু ওকে আছে। লোকাল এরিয়াতে প্রতি লিটার এলপিজি তে ৮-৯ কিলোমিটার এবং হাইওয়ে তে প্রতি লিটারে ১০-১২ কিলোমিটার যাবে। গাড়িটি অনেক কিউট, দেখলেই সবার পছন্দ হবে। পিছনের সিটে ৩ জন ইজিলি বসা যায়। পার্সোনাল ইউজ এবং লং ড্রাইভ করার জন্য গাড়িটি উপযোগী। যানজটে বড় গাড়ির চেয়ে এই গাড়িটি একদম পারফেক্ট। উপরে যা বলেছি সবকিছু সত্য, আরো কিছু জানার থাকলে মেসেজ করবেন অথবা ফোন করবেন। সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ অযথা বিরক্ত করবেন না। উপরে যা লেখা এক বিন্দু ও মিথ্যা কথা নেই, বাকিটা গাড়ি দেখে মিলিয়ে নিবেন।